প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৩, ১১:০৬ এ.এম
কুড়িগ্রাম-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন আবু সুফিয়ান

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ ৩০ নভেম্বর বিকাল ৩ টায় কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার (জেলা প্রশাসকের) কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান। কুড়িগ্রাম -০২ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশি ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান নৌকা মার্কা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। মনোনয়ন পত্র জমা দিয়ে তাতক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি জানান আমি দীর্ঘদিন যাবত কুড়িগ্রাম সদর আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠে ময়দানে প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমি ব্যক্তিগত ভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে এবং কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি ছিলাম। দল আমাকে মনোনয়ন না দিলেও আমি কুড়িগ্রাম -০২ আসনের জনগণের ভালোবাসা এবং দোয়া নিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি আশাবাদী কুড়িগ্রামের তৃণমূল জনগণ আমাকে ভোট দিয়ে আগামী সংসদে তাদের পক্ষে কথা বলার সুযোগ করে দিবেন।
এদিকে খোঁজ নিয়ে জানা যায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে কুড়িগ্রাম জেলার তিনটি উপজেলা রাজারহাট, ফুলবাড়ি এবং কুড়িগ্রাম সদরে তৃণমূল জনগণের কাছে ব্যপক প্রচার প্রচারণা চালিয়েছেন ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho