নিজস্ব প্রতিবেদক: ঙ্গোপসাগরে থাকা ঘূর্ণিঝড় মিগযাউম ভারতের অন্ধ্র প্রদেশের উপকূল দিয়ে ক্রমান্বয়ে স্থলভাগে উঠে আসছে।
ঘূর্ণিঝড়টির প্রভাবে চেন্নাই শহর প্রবল বৃষ্টিপাতে তলিয়ে গেছে। ঝড় ও বৃষ্টির কারণে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় অন্ধ্র প্রদেশ উচ্চ সতর্ক জারি করা হয়েছে। খবর এনডিটিভির।
মিগযাউম প্রবল ঘূর্ণিঝড়ের রূপ ধারন করে মঙ্গলবার (৫ ডিসেম্বর) অন্ধ্রপ্রদেশের বাপালা ও কৃষ্ণা জেলার ওপর দিয়ে অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূল এলাকায় ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।
এটি আরও প্রবল আকার নিয়ে উপকূলে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
অন্ধ্রপ্রদেশের নিচু এলাকা এক থেকে দেড় মিটার উঁচু জলোচ্ছ্বাসে ডুবে যেতে পারে। রাজ্য সরকার বাপালা ও কৃষ্ণাসহ আট জেলায় দুর্যোগকালীন সতর্কতা জারি করেছে। উপকূলীয় শহরগুলোতে অতি ভারি থেকে অস্বাভাবিক ভারি (৩০–৪০ সেন্টিমিটার) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
রাজ্যের মূখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি জানিয়েছেন, উপকূলের নিচু এলাকাগুলো থেকে লোকজনকে সরিয়ে ৩০০ ত্রাণ শিবিরে নেয়া হচ্ছে।
মিগযাউমের প্রভাবে তামিলনাডুর চেন্নাইয়ে সোমবার সকাল থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার সকালে বৃষ্টি কিছুটা থামলেও শহররের বেশিরভাগ এলাকার রাস্তাই পানিতে তলিয়ে গেছে। বিমানবন্দরের রানওয়ে প্লাবিত হওয়ায় মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ ছিল। স্কুল, কলেজ এবং সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রয়েছে।