বিনোদন ডেক্স: বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ প্রয়াত হলেন জনপ্রিয় কন্নড় অভিনেত্রী লীলাবতী৷ দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী৷ বেশ অনেকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন৷ তবে আর শেষরক্ষা হল না৷ অবশেষে না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি অভিনেত্রী৷ মৃত্যুকালে ওঁনার বয়স হয়েছিল ৮৫ বছর৷ অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া দক্ষিণী ইন্ডাস্ট্রিতে৷
কিংবদন্তি অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী শোকপ্রকাশ করে লেখেন– ‘কিংবদন্তি কন্নড় অভিনেত্রী লীলাবতী জি–র প্রয়াণের খবর শুনে অত্যন্ত দুঃখিত৷ তিনি একজন সত্যিকারের আইকন৷ একাধিক চলচ্চিত্রে অভিনয় করে তিনি জায়গা করে নিয়েছেন৷ তাঁর অসাধারণ প্রতিভার জন্য সবসময় তিনি সকলের মনে থাকবেন৷ তার পরিবার ও ভক্তদের সকলের প্রতি সমবেদনা জানাই৷ ওম শান্তি৷’