অনলাইন ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খান বরাবরই বলেন অপু-বুবলীর সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। কিন্তু শাকিব খান সম্পর্ক অস্বীকার করলেও এই দুই অভিনেতা মানতে নারাজ । বিশেষ করে অপু বিশ্বাস।
এই যুগল সব সময় আলোচিত। বেশি আলোচনায় হয় অপুর কারণে। কেননা, এখনও শাকিবকে খুব বেশি ভালোবাসেন তিনি।
আব্রাম খান জয়ের কারণে হোক বা স্বামী ভক্তি; অপু শাকিবকে যে অন্তর থেকে ভালোবাসেন, বারে বারে প্রমাণ করেছেন। সেটি যেভাবেই হোক- কেউ শাকিবকে নিয়ে বাঁকা কথা বললে মার্জিত ভাষায় সেটির উত্তর দিয়ে। আবার কখনও কখনও উপহার দিয়ে।
কলকাতা সফরে গেলে ‘লাভ ম্যারেজ’ করা শাকিবের জন্য কিছু না কিছু উপহার আনেন অপু। কয়েকদিন আগে কলকাতা সফর করেছিলেন অপু বিশ্বাস। বাংলাদেশে ফেরার সময় শাকিবের জন্য বিশেষ উপহার নিয়ে এসেছেন ঢালিউড কুইন।
‘আদরের জামাই’র জন্য তার প্রিয় কাজু বরফি নিতে ভুল করেন না অপু। আনেন নলেন গুড়ের সন্দেশও।
জানা গেছে, শেষবার যখন কলকাতা গিয়েছিলেন ‘কোটি টাকার কাবিন’ সিনেমার নায়িকা পাঁচ হাজার টাকার মিষ্টি কিনে ফিরেছিলেন। জয়ের প্রিয় শাঁখ সন্দেশ নিয়ে এসেছিলেন হাওড়া থেকে।
অপুর এসব নিয়ে ‘নাম্বার ওয়ান: শাকিব খান’ অবশ্য কখনও প্রকাশ্যে কিছু বলেন না।
ফারজানা মুন্নী ও তার স্বামী কৌশিক হোসেন তাপস এবং শবনম বুবলিকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছিলেন অপু। বুবলিকে ঘৃণা করেন বলেও জানিয়েছিলেন। শাকিবও কিছুদিন আগে তার দ্বিতীয় স্ত্রীকে (প্রাক্তন) নিয়ে কিছু কথা বলেছিলেন।