আজ ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৪ ইং

স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নৌকার প্রার্থীর সংবাদ সম্মেলন

আবুল বাসার আব্বাসী,  মানিকগঞ্জ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ- ২ আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু কর্তক নির্বাচন আচরণবিধি ভঙ্গ ও সাধারন ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী  কন্ঠশিল্পী মমতাজ বেগম।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সিংগাইর উপজেলার নিজবাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন দুইবারের সংসদ সদস্য মমতাজ বেগম।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন এখন পর্যন্ত আওয়ামী লীগের জেলা সভাপতি গোলাম মহিউদ্দিন ও সহ সভাপতি আব্দুল মাজেদ খান তার কোন নির্বাচনী প্রচার-প্রচারণায অংশ নেননি। বরং তারা নৌকার বিপক্ষে কাজ করছেন। তিনি নির্বাচনী  আচরনবিধী লঙ্গন করে ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে কালো টাকা, সাবান, পান উপঠোকন দিয়ে যাচ্ছে । এব্যাপারে দুইবার সোকুচও খেয়েছেন জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক বর্তমান মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতাজ বেগম বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কালো টাকা বিতরণ করে ভোটারদের প্রবাহিত করছেন। নৌকাকে হারানোর জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। নির্বাচনী আচরণবিধি লংঘন করায় জাহিদ আহমেদ টুটুল প্রার্থী বাতিলের দাবি জানান তিনি ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ