আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

আমি বিপুল ভোটে জয়ী হব, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন — স্বাস্থ্যমন্ত্রী

আবুল বাসার আব্বাসী,  মানিকগঞ্জ :  ৭ জানুয়ারি মানিকগঞ্জে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভোটাররা উৎসবমুখোর পরিবেশে শান্তিপূর্ণভাবে খুব স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন। ভোটারদের মাঝে কোনো প্রকার প্রতিবন্ধকতা তৈরি হয়নি। জনগন নৌকা মার্কায় ভোট দিচ্ছে।
আমি বিপুল ভোটে জয়ী হব এবং শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন।
রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ-৩ তার নিজ নির্বাচনি আসনি এলাকার আওতাধীন সদর উপজেলার গড়পাড়া মডেল স্কুল কেন্দ্রে ভোট প্রদান করে তিনি এসব কথা বলেন ।
ভোট প্রদান শেষে তিনি আরও বলেন,
আমরা সার্বক্ষণিক নির্বাচনি এলাকায় খোঁজ-খবর রাখছি ও নিয়েছি।
ভোটারদের উপস্থিতিও দেখার মতো। তবে শহরে ভেটারেন উপস্থিতি কম হলেও  গ্রামের মানুষ উৎসবমুখোর পরিবেশে ভোট দিচ্ছে। কোথাও কোনো প্রকার বিশৃঙ্খলার খবর পাইনি। আমি বিপুল ভোটে জয়ী হব এবং শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন।
উল্লেখ্য, জেলার ৩টি আসনে ৬৫টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় মোট ভোটকেন্দ্র রয়েছে  ৫১৬টি। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৫১১টি ও অস্থায়ী কেন্দ্র ৫টি। জেলায় মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৬০ হাজার ৪৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৩১ হাজার ৮৬৬ জন  এবং নারী ভোটার রয়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৯৪ জন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ