আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

ঘিওরে বারসিকের মাসিক সমন্বয় সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

আবুল বাসার আব্বাসী, মানিকগঞ্জ : “ফিরে দেখি লোকায়ত জগৎ নয়ন রাখি বৈচিত্র্য সুরক্ষায়” এই স্লোগান কে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওরে বারসিকের  মাসিক সমন্বয় সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল  ঘিওর উপজেলার নালী গ্রামের সেন  বাড়ীতে (বাবু বাড়ী) বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক নালী অঞ্চলের সেচ্ছাসেবী যুব সংগঠন আলোর পথ এবং গ্রামীণ শিল্পী সংস্থা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
দিনব্যাপী অনুষ্ঠানে বেলা এগারোটায়  আলোচনা সভার মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কৃষক গবেষক বাদশা মিয়ার সভাপতিত্বে ও বারসিক কর্মসূচী সমন্বয়কারী মাসুদুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন বারসিক ঘিওর অঞ্চলের সমন্বয়কারী সুবীর কুমার সরকার। অধ্যাপক মনোয়ার হোসেন, আলোর পথ সমব্বয়কারী মিজানুর রহমান হৃদয়, রক্তবন্ধু মুশফিকুর রহমান নিবিড়, মাইকেল আকাশ, দিপ্ত সেন, বারসিক সিংগাইর এলাকা সমন্বয়কারী শিমুল কুমার বিশ্বাস, হরিরামপুর সমন্বয়ক সত্ত রঞ্জন সাহা, বারসিক প্রকল্প কর্মকর্তা রাশেদা আক্তার,মো. নজরুল ইসলামসহ আরো অনেকেই।
আলোচনা শেষে বারসিক নিয়ন্ত্রিত জাত গবেষণা প্লট, সরিষাবাড়ি চক, উভাজানি,মাসাইল ও নালীর পঞ্চ বটমূল পরিদর্শন ও গবেশোণা প্লটে শীত মৌসুমে কলই,ডাবরি, সোআজ, মাঘি সরিষাসহ বহুজাতের ভিন্ন শস্যের আবাদ পরিদর্শন করা হয়।শেষে গ্রামীণ শিল্পী সংস্থার উদ্যোগে লোকজ গান পরিবেশন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, দেওয়ান বাদল,আয়ুব আলী প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ