-
- দুর্ঘটনা, সারাদেশ
- মধুখালী চিনিকল রোডে সড়ক দুর্ঘটনায় নিহত- ১
- প্রকাশের সময়ঃ জানুয়ারি, ১০, ২০২৪, ২:৫৩ অপরাহ্ণ
- 196 বার পড়া হয়েছে
পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলায় চিনিকল রোডে বুধবার সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। আহত তপন কুমার রায় (৪২) পিতা মৃত: গোকুল চন্দ্র রায়, সাং পশ্চিম গাড়াখোলা, থানা-মধুখালী, জেলা-ফরিদপুর রাস্তা পারাপার হওয়ার সময় অসাবধানতাবশত ৫ চাকা বিশিষ্ট ইট বোঝাই গাড়ি তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে রেফার্ড করে। তাকে অ্যাম্বুলেন্স যোগে ফরিদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
করিমপুর হাইওয়ে পুলিশের এস আই ইমতিয়াজ ঘটনা স্থল পরিদর্শন করেন এবং দুর্ঘটনা কবলিত গাড়ি করিমপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নিয়ে যান। ড্রাইভার পলাতক আছে ।
এই বিভাগের আরও সংবাদ