আজ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ ইং

মানিকগঞ্জে হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে আ. রহমান ফনি শেখ (৫৫) হত্যা মামলার প্রধান আসামি মো. চাঁন মিয়াকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাব।
গতকাল ১১ জানুয়ারি (বৃহস্পতিবার) রাত ১১টায় মানিকগঞ্জ র‍্যাব–৪–এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত চাঁন মিয়া মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিলকালিদহ গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
মানিকগঞ্জ র‍্যাব–৪– এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, গত ২৯ ডিসেম্বর দৌলতপুর উপজেলার বিলকালিদহ এলাকায় নিজ জমির আইলে ঘাস কাটাকে কেন্দ্র করে ফনি শেখ ও  পাশের জমির মালিক আসামি চাঁন মিয়ার মধ্যে বাকবিতণ্ডর সৃস্টি হয়। এক পর্যায়ে চাঁন মিয়া তাকে মারধর করে। এতে ঘটনাস্থলেই ফনি অঞ্জান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে  তার স্ত্রী ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কলিয়া বাজারের এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় নিহতের বড় ছেলে সবুজ মিয়া (৩৫) দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরপর থেকে চাঁন মিয়া পলাতক ছিলো। গত ১১ জানুয়ারি  (বৃহস্পতিবার) বিকেলে রাজধানীর সাভার থানার যাধুরচর এলাকা থেকে চাঁন মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাকে  সংশ্লিষ্ট থানায়  হস্থান্তর  করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ