ছোটন সরদার রাজশাহী : বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে সভাপতি অধ্যাপিকা রাশেদা খালেকের বাসভবনস্থ অফিস থেকে শীতার্ত নারীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।সোমবার বিকাল তিনটায় শীতার্ত নারীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ মহিলা পরিষদ (রাবি)শাখার সদস্যদের আর্থিক অনুদানে ক্রয়কৃত ১২০টি কম্বল রাবি শাখার ১৫টি পাড়া কমিটির অন্তর্ভুক্ত ১২০ জন দুস্থ নারীদের মধ্যে বিতরণ করা হয়। কম্বল বিতরণের সময়(বামপ) রাবি শাখার সভাপতি অধ্যাপিকা রাশেদা খালেক, সাধারণ সম্পাদক মোবাররা সিদ্দিকা, আন্দোলন সম্পাদক কল্পনা ভৌমিক, সাংগঠনিক সম্পাদক ফরিদা ইয়াসমিন ও লিগ্যাল এইড সম্পাদক আফরোজা আক্তার শিল্পী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho