-
- সারাদেশ
- মানিকগঞ্জে প্রশিক্ষনার্থীদের সনদপত্র বিতরণ
- প্রকাশের সময়ঃ জানুয়ারি, ২৪, ২০২৪, ৯:২৫ অপরাহ্ণ
- 87 বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে ঘিওর উপজেলা জোকা গ্রামে অবস্থিত মানিকগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে ৭টি বিষয়ে প্রশিক্ষন শেষে ২৩৭ জন প্রশিক্ষনার্থীদের মাঝে এ সনদপত্র বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানের উপপরিচালক অলকা প্রভা দে এর সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, ঘিওর থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস,ঘিওর প্রেসক্লাবের সভাপতি মো. আনোযারুল হক, বিউটিফিকেশনের প্রশিক্ষনার্থী ফারজানা আক্তার, কম্পিউটার প্রশিক্ষণার্থী খাদিজা বেগম।
প্রশিক্ষনার্থীরা আত্মকর্মসংস্থানের জন্য বিধি মোতাবেক ব্যাংক থেকে ঋন নিতে পারবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।
এই বিভাগের আরও সংবাদ