আজ ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৪ ইং

রুয়েটে গবেষণা মূল্যায়ণ কমিটির সভা অনুষ্ঠিত

ছোটন সরদার রাজশাহী : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ আজ বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে গবেষণা সম্পর্কিত মূল্যায়ন (অনুমোদনকারী) কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়েছে। 
গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ও গবেষণা সম্পর্কিত মূল্যায়ন (অনুমোদনকারী) কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদ রানা, কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ এবং প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ