আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

আটদিন পর উদ্ধার হলো পদ্মায় ডুবে যাওয়া ফেরি ‘রজনীগন্ধা’

আবুল বাসার আব্বাসী, স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা আট দিন পর উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত ১১টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের অদূরে প্রায় ৩০০ মিটার দূর থেকে উদ্ধার করা হয়
ফেরিটি। পরে ফেরিটি পাটুরিয়া ৫ নম্বর ঘাটের পূর্ব পাশের দরিকান্দি এলাকায় নদীর পাড়ে নোঙর করে রাখা হয়।
এর আগে গত ১৭ জানুয়ারি দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা রজনীগন্ধা ফেরিটি সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ঘাটের অদূরে প্রায় ৩০০ মিটার দূরে ছোট-বড় ৯টি যানবাহন এবং চালক-হেলপারসহ ২১জন ব্যক্তি নিয়ে ডুবে যায়। এ ঘটনায় ২০জনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ থাকেন ফেরির সহকারী ইঞ্জিন মাস্টার হুমায়ন কবির ।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ- সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, নিখোঁজের ছয়দিন পর গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পাটুরিয়া ঘাটের ১৩ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী হরিরামপুর উপজেলার  বাহাদুরপুর এলাকায় পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায়  সহকারী ইঞ্জিন মাস্টার হুমায়ন কবিরের মরদেহ উদ্ধার করা হয়।
ফেরি উদ্ধারের মাধ্যমে উদ্ধারর অভিযান সমাপ্ত করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ