১১:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পলিটেকনিকে ইন্টার্নি-শিপের টাকায় হস্তক্ষেপ নেই ছাত্রলীগের

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৯:২৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
  • ৭৪২ বার পড়া হয়েছে
ছোটন সরদার রাজশাহী : রাজশাহী পলিটেকনিক -ইনস্টিটিউটের বিদায়ী শিক্ষার্থীদের ইন্টার্নি-শিপের টাকা,জোরপূর্বক প্রত্যেক শিক্ষার্থীর থেকে এক হাজার টাকা নেয়ার অভিযোগ ভিত্তিহীন।টাকা উত্তোলনের সাথে জড়িত নয় ছাত্রলীগ।সংবাদকর্মী  টাকা উত্তলনের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুর রশিদ মল্লিক জানান।টাকা উত্তলনের অভিযোগে তদন্ত কমিটি গঠন করে, তদন্ত প্রতিবেদনে জানা যায় সিভিল,পাওয়ার ও টেকনোলজির ১ম ও ২য় শিফটের শিক্ষার্থীদের নিকট থেকে রেজিষ্ট্রেশন ফি বাবদ নগদ আদায়কৃত (৩,৩২,৫০০) তিন লক্ষ বত্রিশ হাজার পাঁচশত টাকা উত্তলন করা হয়েছিল।উত্তলিত টাকা ২৩/১/২৪ তারিখ রেজিষ্ট্রেশন কপি সহ ১ম শিফটের একাডেমিক ইনচার্জ ও চিপ ইন্সট্রাক্টর পাওয়ার জনাব এস এম মন্জুরুল ইসলামের নিকট জমা প্রদান করা হয়।উত্তোলিত টাকা ২৮/১/২৪ জানুয়ারি থেকে ১/১/২৪ ফেব্রুয়ারী সকল শিক্ষার্থীদের টাকা ফেরত প্রদান করা হবে।তদন্ত প্রতিবেদনে প্রমানিত হয়, প্রত্যেক বিভাগের ক্যাপটেন সংবর্ধনা অনুষ্ঠানের জন্য টাকা উত্তোলন করে। কুচক্রী কোনো এক মহল মিথ্যা তথ্যের গুজবে ছাত্রলিগের বদনাম করতে চেয়েছিল।শুশিল  সমাজের মানুষজন এগুজব রটানো কুচক্রী মহলকে তীব্র নিন্দা জানিয়েছেন। 
Tag :
About Author Information

জনপ্রিয়

জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটি ঘোষণা জাবি প্রতিনিধি

পলিটেকনিকে ইন্টার্নি-শিপের টাকায় হস্তক্ষেপ নেই ছাত্রলীগের

প্রকাশের সময়ঃ ০৯:২৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
ছোটন সরদার রাজশাহী : রাজশাহী পলিটেকনিক -ইনস্টিটিউটের বিদায়ী শিক্ষার্থীদের ইন্টার্নি-শিপের টাকা,জোরপূর্বক প্রত্যেক শিক্ষার্থীর থেকে এক হাজার টাকা নেয়ার অভিযোগ ভিত্তিহীন।টাকা উত্তোলনের সাথে জড়িত নয় ছাত্রলীগ।সংবাদকর্মী  টাকা উত্তলনের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুর রশিদ মল্লিক জানান।টাকা উত্তলনের অভিযোগে তদন্ত কমিটি গঠন করে, তদন্ত প্রতিবেদনে জানা যায় সিভিল,পাওয়ার ও টেকনোলজির ১ম ও ২য় শিফটের শিক্ষার্থীদের নিকট থেকে রেজিষ্ট্রেশন ফি বাবদ নগদ আদায়কৃত (৩,৩২,৫০০) তিন লক্ষ বত্রিশ হাজার পাঁচশত টাকা উত্তলন করা হয়েছিল।উত্তলিত টাকা ২৩/১/২৪ তারিখ রেজিষ্ট্রেশন কপি সহ ১ম শিফটের একাডেমিক ইনচার্জ ও চিপ ইন্সট্রাক্টর পাওয়ার জনাব এস এম মন্জুরুল ইসলামের নিকট জমা প্রদান করা হয়।উত্তোলিত টাকা ২৮/১/২৪ জানুয়ারি থেকে ১/১/২৪ ফেব্রুয়ারী সকল শিক্ষার্থীদের টাকা ফেরত প্রদান করা হবে।তদন্ত প্রতিবেদনে প্রমানিত হয়, প্রত্যেক বিভাগের ক্যাপটেন সংবর্ধনা অনুষ্ঠানের জন্য টাকা উত্তোলন করে। কুচক্রী কোনো এক মহল মিথ্যা তথ্যের গুজবে ছাত্রলিগের বদনাম করতে চেয়েছিল।শুশিল  সমাজের মানুষজন এগুজব রটানো কুচক্রী মহলকে তীব্র নিন্দা জানিয়েছেন।