
ছোটন সরদার রাজশাহী : জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২৬/১/২৪ রোজ শুক্রবার সকাল এগারোটায় সভা শুরু হয় এবং দুপুর একটায় শেষ হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল রবিদাস।সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গনেশ মার্ডি।কেন্দ্রীয় সভায় উপস্থিত ছিলেন বিমল চন্দ্র রাজোয়াড় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সুধীর তির্কী। সভাই উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য খ্রীষ্টিনা বিশ্বাস, নওগাঁ জেলার যুগ্ম আহবায়ক রুপচাঁদ লাকড়া,চাপাইনবয়াবগঞ্জ জেলার আহবায়ক বিরেন বেশরা ও নাটোর জেলা যুগ্ম আহবায়ক প্রদীপ লাকড়া,রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ছোটন সরদার ও আদিবাসী পরিষদের বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবিন্দ।সভায় আদিবাসী পরিষদের লড়াই সংগ্রাম রাজপথে বেগবান করতে সকল জেলা ও উপজেলা কমিটি পূর্নগঠন ও সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহ মূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নেতৃবিন্দ।সভায় আগামী ষোলই মার্চ আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সম্মেলন করার প্রস্তাব ও সিদ্ধান্ত হয়।