আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

মাসোহারায় চলছে যমুনায় অবৈধ ড্রেজার বানিজ্য

মানিকগঞ্জ প্রতিনিধি:  মানিকগঞ্জে শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নে যমুনা নদীতে মাসোহারায় চলছে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন নিরব ভূমিকায় প্রশাসন।

সরেজমিনে গিয়ে জানা যায়, তেওতা ইউনিয়নে নিহালপুর হইতে জাফরগঞ্জ পর্যন্ত ড্রেজার মালিকরা প্রশাসনের ছত্র ছায়ায় রাত দিন অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে বালুখেকোরা। প্রশাসন জেনেও না জানান ভ্যান করে বসে আছে দপ্তরে। নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলন করা হলেও রহস্যজনক কারণে নিরব রয়েছে প্রশাসন। স্থানীয় প্রশাসনের খামখেয়ালীতে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজেস্ব । হুমকির মুখে পড়ছে সরকারের কোটি কোটি টাকার তৈরী করা বেড়িবাধসহ মানুষের বসত বাড়ি।

অপরদিকে ওইসব স্থানে চুরি করে বালু নেয়ার জন্য অবৈধ ড্রম ট্রাক, ট্রাক্টরের সারিবদ্ধভাবে লম্বা লাইন দেখেই মনে হয় এলাকায় বালু উত্তোলনের মহাউৎসব চলছে। যত্রতত্র ভাবে বালু উত্তোলনের ফলে রাস্তাঘাট ও বেরিবাঁধ নষ্ট হয়ে একদিকে যেমন মানুষের চলাচলে অযোগ্য হয়ে পড়েছে অন্যদিকে ধুলা-বালির কারনে মানুষের বাড়ি-ঘরে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। অনেকেই এসব ধুলা বালির মধ্যে চলাচল করায় নানা ধরনের শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হচ্ছে। শুধু তাই নয়, সড়ক দিয়ে বে-পরোয়া ভাবে ড্রাম ট্রাক ও ট্রাক্টর চলাচল করায় দুর্ঘটনারও সম্ভাবনা রয়েছে।

 ক্ষতিগ্রস্থ এলাকাবাসী আরো জানান, তাদের চলাচলের রাস্তাঘাট, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নষ্ট হলেও দেখছে না কোন স্থানীয় প্রশাসন। বালুদস্যুরা অসাধু কিছু কর্মকর্তা ও কর্মচারীর সাথে আতাঁত করে নির্বিকারে বালু ব্যবসা করে আসছে। ইউনিয়নের যমুনা নদীর পাড় ঘেষেই বেরিবাঁধ ও মানুষের বসত বাড়ি উপেক্ষা করে প্রায় ৫ টি গ্রামের বিভিন্ন স্থানে প্রায় ২০টি অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে নিহালপুরে রুবেল মিয়া, সমেজঘরে ফারুক, আরিফ, মানিক ও পান্নু ফকির, দক্ষিন তেওতার শ্যাম মিয়া, সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের , জালাল উদ্দিন, বিশ্বজিৎ ও আবুল মিয়া, সাতুরিয়া গ্রামে হালিম, মুন্না ও টুকু, জাফরগঞ্জ গ্রামে নান্নু মিয়া, ফরহাদ ও হারুন। তারা প্রশাসনের সাথে আতাত করে গ্রামবাসীকে জিম্মি করে বালু উত্তোলন করছে। ভয়ে তাদের বিরুদ্ধে এলাকাবাসী টু শব্দ করতে সাহস পায় না।

স্থানীয়রা অভিযোগ করে জানান, যমুনা নদীতে অসাধু বালু উত্তোলনকারীরা ক্ষমতাসীন দলের ব্যক্তি হওয়ায় প্রশাসনকে ম্যানেজ করেই বালু উত্তোলন করে। নদীর পানি প্রবাহ কমে গেলে বালু উত্তোলনের ফলে বিভিন্ন স্থানে ভাঙন সৃষ্টি হয়। একই সঙ্গে বসতভিটাও পড়ে হুমকির মুখে। অপর দিকে ড্রেজার মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছে এ অঞ্চলের মানুষ, রাতের বেলায় ঘুমানো দুস্কর। এ বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোন প্রতিকার পাইনি এলাকাবাসী। প্রশাসন ঠিকমত মাশোহারা না পেলে মাঝে মধ্যে দু-একটি ড্রেজারে লোক দেখানো অভিযান চালায়। একাধিকবার সংবাদ প্রকাশ হলেও কোন ব্যবস্থ নিচ্ছে না প্রশাসন।

নাম প্রকাশে অনিচ্ছুক ড্রেজার ব্যাবসায়ী জানান, হালিম প্রশাসনকে ম্যানেজ করার জন্য মাসোহারা যেখানে যা দিতে বলেন, আমরা সেটা দিয়েই ড্রেজার চালাচ্ছি।

ড্রেজার ব্যবসায়ী হালিমের সাথে মুঠো ফোনে কথা বললে তিনি গনমাধ্যম কর্মীদের বলেন, প্রশাসনকে ম্যানেজ করে আমি মাশোহারা দিতে বলি আমার কথাটি কে বলেছে আপনাকে, বলে ফোন কেটে দেন।

এবিষয়ে শিবালয় উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ আনিছুর রহমান বলেন, বিষয়টি আমরা অবগত আছি, অবৈধ বালু উত্তোলনে অভিযান অব্যহত রয়েছে, অব্যহত থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেন বলেন, উপজেলার কোন কর্মকর্তা মাসোহারার সাথে কোন ভাবেই সম্পৃক্ত নয়। শিবালয় উপজোলার অবৈধ বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত রয়েছে। আগামী সপ্তাহে আইন-শৃঙ্খলা মিটিংয়ে আমি অবৈধ ড্রেজারের বিষয়টি উপস্থাপন করে এর সাথে যারা সম্পৃক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করিব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ