আজ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৫ ইং

জমকালো আয়োজনে সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ছোটন সরদার রাজশাহী : রাজশাহী সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩০ জানুয়ারি)  সকালে পায়রা ও বেলুন-ফেস্টুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন, অনুষ্ঠানের সভাপতি রাজশাহী সরকারি মহিলা কলেজর অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, বিসিএস এডুকেশন ক্যাডার্স কাউন্সিল-এর সম্মানিত সম্পাদক জনাব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা এবং বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক জনাব মোঃ মোজাফফার হোসাইন। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে একই সাথে প্রতিদ্বন্দ্বিতামূলক ও সহযোগিতাসুলভ গুণের সন্নিবেশ ঘটায়।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ