০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক স্ত্রীকে এসিড মেরে হত্যার অপরাধে এক ব্যক্তির মৃত্যুদন্ড

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৮:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে
স্টাফ  রিপোর্টার : মানিকগঞ্জে  সাবেক স্ত্রীকে এসিড মেরে হত্যার অপরাধে  নাঈম মল্লিক নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একিসঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ড প্রাপ্ত নাঈম মল্লিক মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের বেতিলা( আউটপাড়া) গ্রামের মৃত নিজাম মল্লিকের ছেলে।
অপরদিকে নিহত সাথী আক্তার (২০) সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কাটাখালী ফেরাজীপাড়ার আব্দুস সাত্তারের মেয়ে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মথুর নাথ সরকার বিষয়টি নিশ্চীত করেছেন। মামলার অভিযোগে বলা হয়,
পারিবারিক কলহ ও যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে ২০২১ সালের ১০ সেপ্টেম্বর নাঈম মল্লিককে তালাক দেন সাথী আক্তার।
এরপর তিনি সাটুরিয়ায় বাবার বাড়িতে থেকে ধামরাইয়ের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।
বিচ্ছেদের কিছুদিন পর ২০২২ সালের ২৯শে জানুয়ারি  রাতে ঘরের জানালা দিয়ে ঘুমন্ত অবস্থায় সাথী আক্তারকে এসিড নিক্ষেপ করেন নাঈম।
এতে সাথী আক্তারের হাত-মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে ওই রাতেই গুরুতর আহত অবস্থায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে ঢাকার শেখ হাসিনা ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সাথীর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মামা লাল মিয়া বাদী হয়ে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি সাটুরিয়ায় থানায় এসিড অপরাধ দমন আইনে নাঈম মল্লিককে আসামী করে মামলা করে।
পুলিশ নাঈমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় এবং গত বছরের ১২ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয়।
এমামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি মথুর নাথ সরকার।
আসামী পক্ষের আইনজীবী ছিলেন মুহাম্মদ ইকবাল হোসেন।
Tag :
About Author Information

জনপ্রিয়

বিকেএসপি’তে  আমন্ত্রণমূলক আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতা শুরু

সাবেক স্ত্রীকে এসিড মেরে হত্যার অপরাধে এক ব্যক্তির মৃত্যুদন্ড

প্রকাশের সময়ঃ ০৮:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
স্টাফ  রিপোর্টার : মানিকগঞ্জে  সাবেক স্ত্রীকে এসিড মেরে হত্যার অপরাধে  নাঈম মল্লিক নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একিসঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ড প্রাপ্ত নাঈম মল্লিক মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের বেতিলা( আউটপাড়া) গ্রামের মৃত নিজাম মল্লিকের ছেলে।
অপরদিকে নিহত সাথী আক্তার (২০) সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কাটাখালী ফেরাজীপাড়ার আব্দুস সাত্তারের মেয়ে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মথুর নাথ সরকার বিষয়টি নিশ্চীত করেছেন। মামলার অভিযোগে বলা হয়,
পারিবারিক কলহ ও যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে ২০২১ সালের ১০ সেপ্টেম্বর নাঈম মল্লিককে তালাক দেন সাথী আক্তার।
এরপর তিনি সাটুরিয়ায় বাবার বাড়িতে থেকে ধামরাইয়ের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।
বিচ্ছেদের কিছুদিন পর ২০২২ সালের ২৯শে জানুয়ারি  রাতে ঘরের জানালা দিয়ে ঘুমন্ত অবস্থায় সাথী আক্তারকে এসিড নিক্ষেপ করেন নাঈম।
এতে সাথী আক্তারের হাত-মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে ওই রাতেই গুরুতর আহত অবস্থায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে ঢাকার শেখ হাসিনা ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সাথীর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মামা লাল মিয়া বাদী হয়ে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি সাটুরিয়ায় থানায় এসিড অপরাধ দমন আইনে নাঈম মল্লিককে আসামী করে মামলা করে।
পুলিশ নাঈমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় এবং গত বছরের ১২ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয়।
এমামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি মথুর নাথ সরকার।
আসামী পক্ষের আইনজীবী ছিলেন মুহাম্মদ ইকবাল হোসেন।