আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ ইং

রহিম খানের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মো: রাজীব আহসান মান্নু:  মানিকগঞ্জের  শিবালয় উপজেলার শিমুলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুর রহিম খানের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের আয়োজন করা হয়েছে।
১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেল ৩ টায় উপজেলার শিমুলীয়া ইউনিয়নের এক হাজার ৫০ জন শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণের এ আয়োজন। 
শিমুলীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন মানিকের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেল আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম খান।
বিশেষ আলোচক ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আফজাল হোসেন,
প্রধান আলোচক ছিলেন, শিমুলীয়া ইউনিয়ন আওয়ামীলীগ সহসভাপতি মোহাম্মদ আলী চৌধুরী টুলু , সাধারণ সম্পাদক মোঃ সাইদ। যুব নেতা মোঃ দেলোয়ার হোসেন খান প্রমূখ।
সার্বিক পরিচালনায় ছিলেন, ঢাকা ৩২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ গোলাম মোস্তফা।
প্রধান অতিথি বক্তব্য বলেন, আব্দুর রহিম খান বলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায়, দুস্ত মানুষের পাশে দাড়িয়েছি। দেশের ক্লান্তি কালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছি। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে  আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ