প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৫, ১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৪, ৩:০৭ পি.এম
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে ।
শুক্রবার ভোর ৫ টা থেকে নৌ-রুট এলাকায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাম মিয়া জানান, শুক্রবার মধ্যরাত থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। ভোরের দিকে কোয়াশা বেড়ে গেলে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়।
এতে করে নৌরুট এলাকায় ফেরি চলাচলে দুর্ঘটনার আশংকা থাকে। যে কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho