-
- সারাদেশ
- কালিয়াকৈরে চাঞ্চল্যকর হত্যার রহস্য উদঘাটন গ্রেপ্তার-২
- প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি, ৬, ২০২৪, ১১:০৯ অপরাহ্ণ
- 89 বার পড়া হয়েছে
মোঃ মনির হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে এক যুবক খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে থানার ভেতরে প্রেসব্রিফিং করে খুনের কারণ জানালেন থানার ওসি এ এফ এম নাসিম।
নিহত যুবক হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বানিয়াকৈড় এলাকার হায়দার আলী প্রামানিকের ছেলে ইমরান হোসেন শান্ত (২৪)।
গতকাল মঙ্গলবার দুপুরে প্রেসবিফিং করে কালিয়াকৈর
থানা পুলিশ এ বিষয় জানিয়েছেন । এসময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম, ওসি অপারেশন মোঃ যোবায়ের, সেকেন্ড অফিসার এসআই আজিম হোসেন, এসআই আনোয়ার হোসেনসহ অন্যান্য পুলিশ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
পুলিশ জানায়, গত ১৮ জানুয়ারী সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ছুরিকাঘাতে ইমরান হোসেন শান্ত নামে এক যুবক খুন হয়। পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল
কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। গত ২০ জানুয়ারী নিহতের চাচা দেওয়ান লিখন বাদী হয়ে
কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর গাজীপুরের পুলিশ সুপার ও কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপারের দিক
নির্দেশনায়, কালিয়াকৈর থানার ওসির তত্বাবধানে চৌকশ
অফিসার এসআই আনোয়ার ।হোসেনের নেতৃত্বে অভিযান শুরু করে। অভিযান চালিয়ে কালিয়াকৈরের বিভিন্ন এলাকা থেকে খুনের সাথে জড়িত মাহাবুব হোসেন ওরফে
বাধন ও সুজন মিয়া খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় খুনের কাজে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে এ ঘটনা ঘটান।
গ্রেপ্তারকৃত আসামী বাধন নাওগাঁর সদর থানার পিরোজপুর (মধ্যপাড়া) এলাকার রুহুল আমিনের ছেলে ও অপর আসামী খোকন গাইবান্ধার সাদুল্যাপুর থানার এনায়েতপুর এলাকার নজল মিয়ার ছেলে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, আসামীরা দীর্ঘদিন যাবত কালিয়াকৈর ও আশুলিয়া থানা এলাকায় ভাড়া থেকে নানা অপকর্ম করে আসছিল। তাদের নামে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে।
এই বিভাগের আরও সংবাদ