প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৫, ১১:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৪, ১:৩৯ পি.এম
জাতীয় আদিবাসী পরিষদ, নলডাঙ্গা উপজেলা কমিটি গঠন

ছোটন সরদার : জাতীয় আদিবাসী পরিষদ, নাটোর জেলা শাখার নলডাঙ্গা উপজেলা কমিটি গঠন হয়েছে। ৯ ফেব্রুয়ারি শুক্রবার সকাল এগারটায়, মমিনপুর শ্রী শ্রী কালীমাতা মন্দির প্রাঙ্গনে নলডাঙ্গা উপজেলায় ত্রিবার্ষিক সম্মেলনের মধ্যদিয়ে একুশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।নলডাঙ্গা উপজেলা সম্মেলনে উপজেলার সর্বস্তরের জনপ্রতিনিধী অংশগ্রহণ করেন।সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠানে নাটোর জেলা আহ্বায়ক নরেশ উরাও সভাপতিত্ব করেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আদিবাসী পরিষদ কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়।সর্বসম্মতিক্রমে লিটন এক্কা - কে সভাপতি।নন্দলাল সরদারকে সহ -সভাপতি। অখিল বাস্কিকে সাধারণ সম্পাদক।স্বপন সিং-কে সহ সাধারণ সম্পাদক এবং মেহেদি এক্কা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho