ছোটন সরদার, রাজশাহী : বর্ণিল আয়োজনে রাজশাহী কলেজে ‘বসন্ত উৎসব উদযাপিত হয়েছে।ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত।১৪ ফেব্রুয়ারী পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। সকল বিভেদ ভুলে, নতুন পরশছোয়া নিয়ে উপস্থিত বসন্ত। প্রতি বছরের ন্যায় এ বছরও বসন্তের আগমনী দিনটিকে স্মরণীয় করে রাখতে বসন্তবরণ উৎসবের আয়োজন করে রাজশাহী কলেজ।সকাল ৯:০০মি. অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী বর্ণিল সাজে সজ্জিত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এরপর সকাল ১০:০০ মি. শহীদ এএইচএম কামারুজ্জামন ভবন চত্বরে অনুষ্ঠিত হয় বসন্ত কথন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোসাঃ ইয়াসমীন আকতার সারমিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও বিপুল সংখ্যক দর্শনার্থী। অধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে বলেন- বাংলা বর্ষের শেষ ঋতু বসন্তের প্রথম দিনটি বাঙালি পালন করে ‘বসন্ত উৎসব’ হিসেবে। বসন্তবরণ উৎসব আমাদের নিজস্ব সংস্কৃতির অংশ। আবহমান কাল থেকে এ দেশের মানুষ লোকজ সংস্কৃতিকে লালন করে আসছে।বাঙালির নিজস্ব সর্বজনীন এ উৎসব এখন গোটা বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে। তিনি বাঙালি সংস্কৃতি লালন করে দেশ ও জাতির সমৃদ্ধি সাধনে একসাথে কাজ করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। শেষে কলেজের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘বসন্তবরণ’ অনুষ্ঠানের সমাপ্তি হয়।একই দিবসে সনাতনধর্ম অনুসারিদের বিদ্যার দেবী স্বরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়েছে।এদিনে জ্ঞানপিপাসু সকল সনাতনী শিক্ষার্থীগণ নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে স্বরস্বতী পূজার আয়োজন করেন। আয়োজিত বিদ্যার দেবী সরস্বতীর কাছে জ্ঞান অর্জনের বিশেষ প্রার্থনা করেন।এছাড়াও রাজশাহীর বিভিন্ন অঞ্চলে এবং মহানগরীর শাহমুখদুম থানা সংলগ্ন মা- সারদা পল্লীতে প্রতি বছরের ন্যায় এবারও পূজার আয়োজন ও অনুষ্ঠিত হয়।মা সারদা পল্লিতে অনুষ্ঠিত স্বরসতি পূজা শাইন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।