আজ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ ইং

বি জি ডাব্লিউ টি এফ এর নতুন কমিটির দায়িত্ব গ্রহন

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ গামেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও জমি হস্তান্তর হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভারস্থ ঢাকা বোর্ড ক্লাবে অনাড়ম্বর এক আয়োজনে তা সমপন্ন হয়।

সংগঠনটির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মহাশিনুজ্জান শিশির, প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বিসহ নির্বাহী পর্ষদের কর্মকর্তারা। এসময় উপস্থিত সকলকে ফুল দিয়ে বরণ করা হয়। তুলে ধরেন সংগঠনের অতীত কর্মকান্ড আর ভবিষ্যৎ পরিকল্পনা।

পরে সংগঠনটিকে ওয়াশিং ইনিস্টিউট জন্য জমি প্রদান করেন ডেনিম সলিউশন লি: এর ব্যবস্থাপনা পরিচালক এস এম সোহেল রানা।

এসময় শিল্প বিপ্লবে বি জি ডাব্লিউ টি এফ অগ্রনী ভূমিকা রাখবেন বলে জানান আয়োজকরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ