
নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া থানার কমিটির নেতাকর্মীরা।
বুধবার (২১শে ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে আশুলিয়া প্রেস ক্লাবের কেন্দীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবদেন শেষে সকল ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া থানা কমিটির সভাপতি সুলতান মাহমুদ (বাদশা), সাধারণ সম্পাদক সোহাগ মুন্সী, সাংগঠনিক সম্পাদক বাচ্চু মন্ডল, যুগ্ন সাধারণ সমাপাদক মো: পলাশ, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহানাজ পারভীন শিলা, সাস্থ বিষয়ক সম্পাদক ডা: গোলাম রাব্বী সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা।