-
- সারাদেশ
- মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার গর্ভনিং বডি নির্বাচন স্থগিত
- প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি, ২৪, ২০২৪, ৬:৪৭ অপরাহ্ণ
- 153 বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার গর্ভনিং বডি নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগে নির্বাচন স্থগিত করেছেন বলে জানান গেছে।
আজ শনিবার এই নির্বাচন হওয়ার কথা ছিলো। কিন্তু গতকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচন বর্জন ও পুনঃরায় তফসিল ঘোষনার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে অভিভাবক প্রার্থী শামসুল হক বলেন, গত ২৪ জানুয়ারি অধ্যক্ষ আতিকুর রহমান অভিভাবক সদস্য পদে নির্বাচনী তফসিল ঘোষনা করেন। এতে ৯ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেন। কিন্তু অধ্যক্ষ নিয়ম বর্হিভূত ভাবে ভোটার তালিকা প্রনয়ন করেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) নীতিমালা ৫.৩ এর খ অনুযায়ী শুধু মাত্র ১ম শ্রেণি থেকে ১৭টি শ্রেণির শিক্ষার্থীর অভিভাবকরাই ভোটার হতে পারবেন। কিন্তু অধ্যক্ষ নিয়মের বাইরে গিয়ে প্লে শ্রেণিতে ৪০ জন অভিভাবক ভোটার এবং ডিগ্রী পাস কোর্সে ৪৮ জন অভিভাবক ভোটার করেন। এছাড়া ৭ম শ্রেণিতে ৩৩ জন শিক্ষার্থী থাকলেও অভিভাবক ভোটার করেছেন ১০০ জন। যাতে মোট ভোটার সংখ্যার ৯১৫ জনের মধ্যে ১৫৫ জন অবৈধ ভোটার করা হয়েছে।
অপর দিকে ইসলামী বিশ^বিদ্যালয়ে ২১০তম সিন্ডিকেট সভায় অনুমোদিত নীতিমালার ৭.৪ এর (ঙ) ধারা মোতাবেক অভিভাবক ভোটার তালিকা প্রনয়নের বিধান রয়েছে প্রত্যেক ভোটারের নাম ও ঠিকানা থাকতে হবে। কিন্তু এক্ষেত্রে ভোটার তালিকায় শুধুমাত্র নাম ও ঠিকানার স্থানে মানিকগঞ্জ লেখা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয় মাদ্রাসার খন্ডকালিন শিক্ষক মোঃ আব্দুল্লাহ, সিয়াম হোসেন , মহিদুল হক ও মোঃ সালাহ উদ্দিন ভোটারদের কাছে অধ্যক্ষের পছন্দের প্রার্থী আব্দুস সালাম, আশরাফুল ইসলাম ও নিজামুল হকের পক্ষে ভোট চাচ্ছেন যা নির্বাচন আচরন বিধি বর্হিভূত। অধ্যক্ষ একটি পাতানো নির্বাচনের আয়োজন করেছেন। তাই ৮জন প্রার্থীর মধ্যে ৫ জন এই নির্বাচন বর্জন করছি ও সঠিক ভোটার তালিকা প্রনয়ন করে পুনঃতফসিল ঘোষার দাবি করেন।
অভিভাবক প্রার্থী শাহিনুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী সভাপতি জেলা প্রশাসক অথবা তার প্রতিনিধি প্রিজাইডিং অফিসার হওয়ার কথা থাকলেও অধ্যক্ষ মুহাম্মদ আতিকুর রহমান নিজে প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচনী তফসিল ঘোষনা করেন গত ২৪ জানুয়ারি। পরে আদালতে মামলা হলে অধ্যক্ষ কৌশলে ৭ম শ্রেণির প্রকৃত ভোটার ৩৩ জনের স্থানে নতুন করে আরো ৬৭ জন ভূয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবক দেখান। এছাড়া প্রথমে অধ্যক্ষ নিজে প্রিজাইডিং অফিসার থাকলে নির্বাচনের আগের দিন জানতে পারি প্রিজাইডিং অফিসার করা হয়েছে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাবিহা সুলতানা ডলিকে। এসংক্রান্ত কোনো নোটিশ প্রার্থীদের ও বোর্ডে টানানো হয়নি। ৮জন প্রার্থীর মধ্যে ৫জন এক হয়ে নির্বাচন বন্ধের জন্য আদালতে যান। তবে নিয়ম মেনেই ভোটার তালিকা করা হয়েছে বলে অধ্যক্ষ আতিকুর রহমান জানান।
এই বিভাগের আরও সংবাদ