আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

মানিকগঞ্জে ২১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী র‌্যাবের হাতে আটক

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে ২১ বছরপর র‌্যাবের হাতে আটক হলো এক গার্মেন্টেস কর্মী‌কে গণধর্ষন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ আবুল মিয়া ওরফে রাজিব (৪৫)। তিনি দীর্ঘ বছর বিভিন্ন ছদ্মবেশে পলাতক অবস্তায় ছিলো।
সোমবার (২৬ ফেব্রুয়া‌রি) সকা‌লে র‌্যাব ৪, সিপিসি ৩ মা‌নিকগ‌ঞ্জের অধিনায়ক লে. কমান্ডার মো: আরিফ হোসেন।এক প্রেস বিজ্ঞ‌প্তির মাধ‌্যমে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। এর আগে গতকাল র‌বিবার রা‌তে মানািকগঞ্জের সিংগাইর উপজেলার ভূমদক্ষিন এলাকা হতে তাকে গ্রেফতার করে র‌্যাব -৪, সিপিসি ৩, মানিকগঞ্জ।
গ্রেফতারকৃত আবুল মিয়া সিংগাইর উপ‌জেলার ধল্লা উত্তর পাড়া গ্রা‌মের গেদা ফকিরের পুত্র।
প্রেস বিজ্ঞ‌প্তি‌তে জানা‌যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৪ সিপিসি ৩ মানিকগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল র‌বিবার রাত সাড়ে ১০ টার দি‌কে সিংগাইর থানাধীন ভূমদক্ষিন এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহারের বিবরণে জানা যায়, ভিকটিম গার্মেন্টেস কর্মী সিংগাইর থানাধীন ধল্লা চর উলাইল গ্রামে বসবাস করতো। ভিকটিম ঢাকা জেলার হেমায়েতপুরে একটি গার্মেন্টেসে চাকুরী করে জীবিকা নির্বাহ করত। ভিকটিম প্রতিদিন তার বাড়ি থেকে গার্মেন্টেসে আসা যাওয়ার পথে বিবাদী আবুল মিয়া ভিকটিমকে প্রায় কুপ্রস্তাব দিত। ভিকটিম তার কুপ্রস্তাবে সাড়া না দিলে বিবাদী আবুল মিয়া ভিকটিমের প্রতি ক্ষিপ্ত হয়ে গার্মেন্টস থেকে আসার পথে সিংগাইর থানাধীন ধল্লা বাজারে পৌছালে পূর্বে থেকে ওত পেতে থাকা বিবাদী আবুল মিয়া, মানিক, খালেক ও কালাম ভিকটিমকে মুখ ও গলা চেপে ধরে জোরপূর্বক অপহরণ করে। তারা ধল্লা ইউনিয়নের জনৈক ফজলু মিয়ার গাজিন্ধার চকে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে দলবদ্ধ ভাবে গণধর্ষন করে । ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে ভিকটিমের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে ভিকটিমকে উদ্ধারপূর্বক সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা মো: ভোলা বাদী হয়ে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি গনধর্ষন মামলা দায়ের করে। যাহার সিআর মামলা নং ৫৬৪/০৩ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ৭/৯ (৩)/৩০।
মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আবুল ও মানিক অভিযুক্তদের বিরুদ্ধে ঘটনার সত্যতা ও সাক্ষ্য প্রমানের ভিত্তিতে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করে। বিজ্ঞ আদালত পর্যাপ্ত সাক্ষ্য প্রমান ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আসামী আবুলকে ৭ ধারায় ১৪ বছর এবং ৯(৩) ধারায় আবুল ও মানিককে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন।
র‌্যাব ৪, সিপিসি ৩ মা‌নিকগ‌ঞ্জের অধিনায়ক লে. কমান্ডার মো: আরিফ হোসেন জানান, মামলায় গ্রেফতার এড়াতে আসামী পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। আসামীর আত্নগোপনে থাকাকালীন সময়ে মামলা রুজুর পর থেকে গ্রেফতার এড়াতে আসামী দেশের বিভিন্ন স্থানে ছদ্মনাম রাজীব ব্যবহার করে আত্নগোপনে থেকে কখনো দিনমজুর ও সবজী বিক্রি করে জীবিকা নির্বাহ করত। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সিংগাইর থানাধীন ভূমদক্ষিন এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ