-
- সারাদেশ
- নিখোঁজের দুদিন পর নদী থেকে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার
- প্রকাশের সময়ঃ মার্চ, ৪, ২০২৪, ৫:৩১ অপরাহ্ণ
- 239 বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে নিখোঁজের দুদিন পর স্কুল ছাত্রী সামিয়া ইসলামের (১৫) মরদেহ কুশেরচর কালীগঙ্গা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কুশেরচর এলাকার কালীগঙ্গা নদীর তালাপ্পার ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার বিকাল তিনটার দিকে নিখোঁজ হয়।
নিহত সামিয়া ইসলাম কুমিল্লার চান্দিনা উপজেলার পরচঙ্গা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে এবং মানিকগঞ্জ এসকে গার্লস স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলো । নিহতের বাবা সাইফুল ইসলাম
মানিকগঞ্জের মুলজান পল্লীবিদ্যুৎ অফিসের লাইনম্যানের চাকরি করেন। এজন্য পরিবার নিয়ে মানিকগঞ্জের দক্ষিণ সেওতা এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, শনিবার বিকেল তিনটার দিকে পৌর এলাকার দক্ষিণ সেওতার বাসা থেকে কোচিংয়ের কথা বলে বের হয়ে সামিয়া নিখোঁজ হওয়ার বিষয়ে ওই দিনই সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন সাইফুল ইসলাম। আজ সোমবার সকাল ৯টার দিকে কালীগঙ্গা নদীর তালাপ্পা ঘাটে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্তলে যেয়ে মরদেহটি উদ্ধার করে। লাশ উদ্ধারের খবর শুনে বাবা সাইফুল ইসলাম ঘটনা স্থলে যেয়ে
মেয়ের লাশ শনাক্ত করেন।
সদর থানা ওসি হাবিল হোসেন বলেন, লাশটি মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের শেষে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনা।
এই বিভাগের আরও সংবাদ