আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ ইং

দেশ রূপান্তরের ৫ বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন

রাজীব আহসান মান্নু, স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জ শিবালয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুপুর ১:৩০ ঘটিকায় নানা আয়োজনের মধ্যে দিয়ে দেশের অন্যতম জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পাঁচ বছর পূর্তিতে পাঁচ পাউন্ড ওজনের কেক কেটে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান (জানু), বিশেষ অতিথি নির্বাহী অফিসার মো: বেলাল হোসেন, স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. ফজলে বারী, সমবায় কর্মকর্তা সরস্বতী রাণী দাস। দেশ রূপান্তর শিবালয় সংবাদদাতা ইমরান নাজির অনুষ্ঠান আয়োজন করেন ও স্বাগত বক্তব্য দেন। বাবুল আকতার মঞ্জুর অনুষ্ঠান সঞ্চলনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ দৈনিক নিউজ পত্রিকার সম্পাদক বাবুল আকতার মঞ্জুর, বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক মনীন্দ্র বিশ্বাস, নিউ নেশন প্রতিনিধি মোহাম্মদ ইউনুস আলী, দেশ টিভির আব্দুল আলীম, ভোরের ডাক প্রতিনিধি হাসান চৌধুরী, এশিয়ান টিভি ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, আমাদের সময় প্রতিনিধি সায়েদুর রহমান, নবচেতনা প্রতিনিধি রাজিব আহসান মান্নু, বাংলাদেশের আলো প্রতিনিধি রাজিব হোসেন, গণকন্ঠ প্রতিনিধি শামীম রেজা, জবাবদিহির প্রতিনিধি মো. রনি প্রমূখ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ