প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৫, ৭:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৪, ৯:০৭ এ.এম
মধুখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো: জাহিদুর রহমান টিপু বিপুল ভোটে পুনরায় বিজয়ী

পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো: জাহিদুর রহমান টিপু দ্বিতীয় বারের মত বিপুল ভোটে বিজয় লাভ করেছেন। তিনি মোটরসাইকেল মার্কা নিয়ে মোট ভোট পেয়েছেন ৫২৯১। তার নিকটতম প্রতিদ্বন্দী মো: হাবিবুর রহমান অটোরিকশা মার্কা নিয়ে মোট ভোট পেয়েছেন ৪৫০২ ৷ মো: জাহিদুর রহমান টিপুকে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান হিসাবে পেয়ে নওপাড়া ইউনিয়ন বাসী খুবই আনন্দিত এবং নবনির্বাচিত চেয়ারম্যানকে জনগন ফুলের মালা দিয়ে বরন করে নেন ও শুভেচ্ছা জানান। বিজয়ের পরের দিন নবনির্বাচিত চেয়ারম্যান ইউনিয়ন ঘুরে ঘুরে সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho