-
- দুর্ঘটনা, সারাদেশ
- মানিকগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
- প্রকাশের সময়ঃ মার্চ, ১২, ২০২৪, ৭:১৬ অপরাহ্ণ
- 219 বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুদুর রহমান (কুসুম) নামে( ৪৫) বছরের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভার ২নং ওয়াডের বৈতরা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) শাহ্-আলম।
নিহত মাসুদুর রহমান(কুসুম) পৌরসভার ২ নং ওয়াডের উচুটিয়া গ্রামের মৃত দিদার বক্স এর ছেলে ছিলেন।
স্থানিয়রা জানান, দুই দিন আগে দুর্ঘটনা কবলিত এলাকায় সড়ক ও জনপথের লোকজন রাস্তার মেরামতের কাজ করেছে। কিন্তু কচি পাথর রাস্তায় পড়ে ছিলো। মাসুদুর রহমান উচুটিয়া থেকে মোটরসাইকেল চালিয়ে বাসষ্ট্যন্ডের দিকে যাওয়ার পথে দুর্ঘটনা কবলিত এলাকায় পৌছালে তার মোটরসাকেলের চাকার নিচে কচি পাথর পড়ে। এতে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে পরে যায়। এসময় তার পিছনে থাকা ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারাযান তিনি।
গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) শাহ্-আলম বলেন, রাস্তায় বালুর মত কচি পাথর পরে থাকায় মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পরে গেলে পিছনে থাকা ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারাযান তিনি ।
এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপাার পালিয়ে গেছে।
তিনি আরো জানান মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই বিভাগের আরও সংবাদ