প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৫, ১০:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৪, ১:৫১ পি.এম
মানিকগঞ্জে কাউসারের আর এসএসসির শেষ পরীক্ষা দেয়া হলো না

আবুল বাসার আব্বাসী, স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে কাউসার মাহামুদ শান্তর (১৬) আর এস এসসির শেষ পরিক্ষা দেওয়া হলোনা। পরিক্ষার কেন্দ্রে পৌছানোর আগেই ঘাতক ট্রাকটি কেরে নিলো পরীক্ষার্থী কাউসারের প্রান।
আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় ট্রাকের চাপায় দুর্ঘটনা স্থলেই মারা যায় তিনি ।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু।
নিহত কাউসার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকার হাবিবুর রহমানের ছেলে। মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। আজ প্র্যাকটিক্যাল পরিক্ষা ছিলো তার।
মানিকগঞ্জ জেলা হাসপাতালে আলাপ হলে কাউসারের বন্ধুরা বলেন, এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবগুলো পরীক্ষা সম্পন্ন করেছে কাউসার। আজকে কৃষি ব্যবহারিক পরীক্ষা ছিলো। সকালে নিজ বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে আসার সময় মহাসড়কের জাগীর এলাকায় তরমুজ ভর্তি ঢাকাগামী ট্রাকের সাথে মুখমোখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় কাউসার।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho