মোঃ রাজীব আহসান মান্নু, স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের ইছাইল আম বাগান থেকে অজ্ঞাতনামা(৩০) মুখ বাঁধা অবস্থায় মহিলার লাশ উদ্ধার করেছে শিবালয় থানা পুলিশ।
সোমবার সকাল ৭টার সময় উথলী ইউনিয়নের ইছাইল গ্রামে আলম নামে এক ব্যক্তি কাজ করার উদ্দেশ্যে আম বাগানের যাওয়ার পথে কোন এক ব্যক্তি পড়ে রয়েছে দেখতে পেয়ে নিকটে গেলে একজন নারী পরে রয়েছে দেখেন। ডাকা ডাকি করায় সারা না দিলে স্থানীয়দেরকে অবগত করেন। স্থানীয়রা ঘঠনা স্থলে আসলে বিষয়টি থানায় মুঠো ফোনের মাধ্যমে জানান।পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে পাঠায়।
এ বিষয়ে, শিবালয় থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ সরকার জানান, বিষয়টি তদন্ত চলছে। তার মৃত্যু কীভাবে হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে। ওই মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে বলে তিনি জানান।