স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চর মকিমপুর গ্রামের কাঁচামাল ব্যবসায়ী মাজম আলী বেপারী হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।সেই সাথে প্রতি আসামিকে ২০ হাজার টাকাকরে অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসকরে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৮ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
বিষয়টি নিশ্চীত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মথুর নাথ সরকার।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চর মকিমপুর গ্রামের মো. সোহাগ, হাবিয়া বেগম, শাহিনুর ইসলাম ওরফে নেরন, নাধন ও মত্ত ঢাকুয়াপাড়া গ্রামের মো. আলমগীর।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩ আগস্ট রাত ১০টার দিকে পূর্ব শত্রুতার জেরে আসামি সোহাগ কাঁচামাল ব্যবসায়ী মাজমকে বাড়ি থেকে ডেকে নিয়ে অন্যান্য আসামিদের সহযোগিতায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ৪ আগস্ট সকাল ৬টার দিকে মাজমের লাশ সোহাগদের চৌচালা টিনের ঘরের উত্তর পশ্চিম পাশে পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী জেলেকা বেগম বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এ মামলায় ২০১৬ সালের ২৯জুন মানিকগঞ্জ সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। পরে আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিঞ্জবিচারক এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মথুর নাথ সরকার এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন নজরুল ইসলাম বাদশা, খলিলুর রহমান ও মো. শাহজাহান।
রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মথুর নাথ সরকার সন্তোষ প্রকাশ করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা এ রায়ে অসন্তোষ প্রকাশ করেন। তারা এরায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho