১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

শিবালয়ে আগুনে পুড়ে ছাই ১৫ দোকান

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০১:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

মোঃ রাজীব আহসান মান্নু, স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা বাজারে কাঠপট্রিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৫ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান, বাড়ি, ‘স’ মিলসহ অন্তত ২০টি স্থাপনা পুড়ে ছাই হয়ে যায়।

জানা গেছে, সোমবার শেষ রাতে কাঠ মার্কেট ফার্নিচার দোকানে আগুনের সূত্রপাত। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পার্শ্ববর্তী দোকান, ‘স’ মিল, বাড়িসহ অন্যান্য স্থাপানায় আগুন লেগে যায়। ঘটনাস্থল থেকে প্রায় আট কিলোমিটার দূরে নবগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের একদল কর্মী আধঘণ্টার মধ্যে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রাস্ত শচিন সূত্রধর জানান, ভোর রাতে হটাৎ স্ত্রী পোড়া গন্ধ পেয়ে বাড়ির সবাইকে জাগায়। আমরা সবাই ঘর থেকে বের হবার কিছুক্ষণের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। শুধু পরনের জামা—কাপড় ও পকেটে থাকা ২০০ টাকা ছাড়া কিছুর নেই। সবই আগুনে পুড়ে গেছে। নিঃস্ব হয়ে গেছি।

শিবালয় বন্দর ব্যবসায়ী সমিতিরি সভাপতি মো. ইকবার হোসেন জানান, বাজারের এ ভয়াবহ আগুনের ঘটনায় ব্যবসায়ীরা কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়রীরা ভয়াবহ অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়ায় নিঃস্ব ও সংসার চালানো দায় হয়ে পড়বে।

ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শক মো. নাদির হোসেন জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে এসে দুটি ইউনিট নিয়ে কাজ শুরু করি। ঘিওরের আরও একটি ইউনিট ঘটনাস্থলে এসে যোগ দেওয়ার আগেই আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিক ধারণা করা হচ্ছে— বৈদ্যুতিক শর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত। তবে, তদন্ত না করে ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

Tag :
About Author Information

জনপ্রিয়

নওপাড়া ইউনিয়ন যুবদলের কমিটি গঠন, আহ্বায়ক মহসিন সদস্য সচিব সুমন

শিবালয়ে আগুনে পুড়ে ছাই ১৫ দোকান

প্রকাশের সময়ঃ ০১:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪

মোঃ রাজীব আহসান মান্নু, স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা বাজারে কাঠপট্রিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৫ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান, বাড়ি, ‘স’ মিলসহ অন্তত ২০টি স্থাপনা পুড়ে ছাই হয়ে যায়।

জানা গেছে, সোমবার শেষ রাতে কাঠ মার্কেট ফার্নিচার দোকানে আগুনের সূত্রপাত। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পার্শ্ববর্তী দোকান, ‘স’ মিল, বাড়িসহ অন্যান্য স্থাপানায় আগুন লেগে যায়। ঘটনাস্থল থেকে প্রায় আট কিলোমিটার দূরে নবগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের একদল কর্মী আধঘণ্টার মধ্যে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রাস্ত শচিন সূত্রধর জানান, ভোর রাতে হটাৎ স্ত্রী পোড়া গন্ধ পেয়ে বাড়ির সবাইকে জাগায়। আমরা সবাই ঘর থেকে বের হবার কিছুক্ষণের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। শুধু পরনের জামা—কাপড় ও পকেটে থাকা ২০০ টাকা ছাড়া কিছুর নেই। সবই আগুনে পুড়ে গেছে। নিঃস্ব হয়ে গেছি।

শিবালয় বন্দর ব্যবসায়ী সমিতিরি সভাপতি মো. ইকবার হোসেন জানান, বাজারের এ ভয়াবহ আগুনের ঘটনায় ব্যবসায়ীরা কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়রীরা ভয়াবহ অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়ায় নিঃস্ব ও সংসার চালানো দায় হয়ে পড়বে।

ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শক মো. নাদির হোসেন জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে এসে দুটি ইউনিট নিয়ে কাজ শুরু করি। ঘিওরের আরও একটি ইউনিট ঘটনাস্থলে এসে যোগ দেওয়ার আগেই আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিক ধারণা করা হচ্ছে— বৈদ্যুতিক শর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত। তবে, তদন্ত না করে ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।