
আবুল বাসার আব্বাসী, স্টাফ রিপোর্টার। ২৬ মার্চ ২৫ মার্চ কালোরাতকে আন্তর্জাতিক ভাবে গণহত্যা দিবস স্বীকৃতির দাবিতে মানিকগঞ্জে মোমবাতি প্রজ্জ্বলিত মানববন্ধন করেছেন জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও জেলা প্রশাসন মোমবাতি প্রজ্জ্বলন করেছে ।
সোমবার সন্ধ্যা ৭ টায় মানিকগঞ্জ বঙ্গবন্ধু চত্তরে জেলা ঘাতক দালাল নির্মূল কমিটি মোমবাতি হাতে মানববন্ধন ও বঙ্গবন্ধু চত্তরে মোমবাতি প্রজ্জ্বলন করেন। রাত সাড়ে ৭ টায় শহীদ স্মৃতিস্তম্ভের পাদদেশে জেলা প্রশাসন শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন।
জেলা একাত্তরের ঘাকত দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াৎ হোসাইন খানের সঞ্চালনায় বঙ্গবন্ধু চত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তরা বলেন, ২৫ মার্চ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে। ২৫ মার্চের হত্যাযজ্ঞকে জাতীয় গণ্যহত্যা দিবসের দাবিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সংগঠন দাবি করে আসছিলো। দাবির প্রেক্ষিতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালে ১১ মার্চ জাতীয় সংসদে জাতীয় গণহত্যা দিবসের স্বীকৃতি দেন। ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যার দিবস স্বীকৃতির দিতে হবে।
রাত সাড়ে ৭ টায় শহীদ স্মৃতিস্তম্ভের পাদদেশে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেহেনা আকতার, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কামান্ডার বীরমুক্তিযোদ্ধা মোমিন উদ্দিন প্রমূখ।