আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

মানিকগঞ্জ শহড়কে যানজটমুক্ত রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ  রিপোর্টার, আসন্য পবিত্র ঈদুল ফেতর উপলক্ষে মানিকগঞ্জ শহড়কে যানজটমুক্ত রাখতে মানিকগঞ্জ শহড়ের প্রবেশদ্বার বাসষ্ট্যন্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছে মানিকগঞ্জ পৌরসভা।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরের দিকে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও পৌর সুপার মার্কেটের সামনে সড়ক থেকে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম এর নেতৃত্বে  উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন,পৌরসভার প্যানেল মেয়র তসলিম হৃদয়, সংরক্ষিত নারী কাউন্সিলর রাজিয়া সুলতানা, সদর থানার তদন্ত ওসি কহিনূর ইসলাম,  পৌরসভার কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 পৌর প্যানেল মেয়র তসলিম হৃদয় বলেন,বেশ কিছুদিন ধরে লক্ষকরা যাচ্ছে বাসট্যান্ড এলাকায়  শহড়ের প্রবেশমুখে রাস্তার দুই পাশে ফলের দোকানসহ অনেক অবৈধ স্থাপনা রয়েছে। একারনে শহরের প্রবেশমুখে যানযজটের কারনে দূর্ঘটনাও ঘটেথাকে। তাই মানিকগঞ্জ শহড়কে যানযটমুক্ত রাখতে এবং আসন্য ঈদুল ফেতর উপলক্ষে ক্রেতারা যাতে শান্তীপূন্য ভাবে তাদের কেনাকাটা করতে পারে, এবং সকল প্রকার দূর্ঘটনা এড়ানোর জন্য্যই এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ