পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি : ৩০ মার্চ শনিবার সকাল ১১ টায় মধুখালী বাজার বাসষ্ট্যান্ডে, প্রাণিজ আমিষ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগেপ পবিত্র মাহে রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আব্দুর রহমান।
এটি বাস্তবায়ন করছেন উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল মধুখালী ফরিদপুর।
এছাড়াও যারা সহযোগিতা করছেন ডেইরি অ্যাসোসিয়েশন, পোল্টি অ্যাসোসিয়েশন ও মাংস ব্যবসায়ী সমিতি মধুখালী, ফরিদপুর।
এতে গরুর মাংসের প্রতি কেজির দাম ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে, ১১ টি ডিম ১০০ টাকা ও দুধ এক লিটার ৭০ টাকা দরে বিক্রয় করা হবে আগামী ৭ দিন।
এসব পন্য সুলভ মূল্যে পাওয়ায় জনগণের মাঝে দারুন উচ্ছ্বাস দেখা যায়।