পার্থ রায়,মধুখালী উপজেলা প্রতিনিধি : আজ ৪ এপ্রিল ২০২৪ রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৈকত ভৌমিক সাম্যর মুখে গাওয়া, "চোখে জল কিসে রে বন্ধু" গানটির শুভমুক্তি ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক, মধুখালী ফরিদপুর।
গানটি প্রকাশিত হবে আগামী ০৭-০৪-২০২৪ রবিবার SB TV PAGE, এর পেইজের ফেসবুক থেকে এবং "SAIKOT DREAM MUSIC" ইউটিউব চ্যানেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই এ্যালবামের শিল্পী ও সকল কলা কুশলিদের এবং গীতিকার ও সুরকার শ্যামল ভৌমিকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho