আজ ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৪ ইং

শিবালয়ে সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনে বাধা ও মারধর সহ ছিনতাইয়ের অভিযোগ

মোঃ রাজীব আহসান মান্নু, স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার এশিয়ান টিভি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন কে পেশাগত দায়িত্ব পালনে বাধা ও মারধরসহ ছিনতাই এর অভিযোগ উঠেছে ।

অভিযোগ সূত্রে জানা যায়, ৬ এপ্রিল প্রধানমন্ত্রির ঈদ উপহার ১০ টাকা কেজি করে চাউল প্রদানের জন্য ১৩ টন চাউল শিবালয় থানাধীন শিমুলিয়া ইউনিয়ন পরিষদে পাঠায়। কিন্তু সেখানে ২ টন চাউল কম এসেছে এ খবর জানতে পারিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদে তথ্য সংগ্রহ করতে যায় ওই সাংবাদিক। সেখানে যাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত গোলাম মোস্তফা চৌধুরী, মোহাম্মদ আলী চৌধুরী টুলু ও মোঃ শিমুল মিয়া নিকট উক্ত বিষয়ে জানতে চান। কিন্তু তারা ওই সাংবাদিককে কোন তথ্য না দিয়ে তাদের পেটুয়া বাহিনী অজ্ঞাতনামা আরো ৭/৮ জন পরস্পর যোগসাজসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী ভাবে কিল, ঘুষি ও লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম করে। মারপিটের এক পর্যায়ে ওই সন্ত্রাসীরা তার নিকট হতে প্যানাসনিক মডেল ক্যামেরা, মূল্য অনুমান ১,০৫,৯৯৯/- টাকা ও তার গলায় থাকা ১০ আনা ওজনের স্বর্ণের চেইন, মূল্য অনুমান ৬৫,০০০/- টাকা ও তার পকেটে থাকা নগদ ৩০,০০০/- টাকা ছিনিয়া নিয়ে যায়। এবং তাকে প্রাণনাশের হুমকি দিয়া বলে যে, তোর তথ্য সংগ্রহের সাধ মিটিয়ে দিব এবং উক্ত ঘটনায় সংবাদ প্রকাশ করিলে জানে মারিয়া ফেলিবে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয় ।

এ বিষয়ে শিবালয় থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ