পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন ,ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বিকাল ৪:০০ টার পর উপজেলা রিটানিং অফিসার এ তথ্য জানান।
মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম সকালে উপজেলার নির্বাচন অফিসে মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক ব্যক্তিবর্গকে সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন।
এছাড়াও বর্তমান ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান পদপ্রার্থী মুরাদুজ্জামান মুরাদ কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেন।
মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহমুদা বেগম কৃক চেয়ারম্যান পদে তার সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেন।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আহসানুজ্জামান আজাউল তার সমর্থকদের নিয়ে
ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়াও তার সমর্থকদের নিয়ে মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনে
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন।
ভাইস চেয়ারম্যান( পুরুষ) পদে মোট তিনজন মনোনয়ন পত্র জমা দেন
তারা হলেন শাহিদুল ইসলাম জাহিদ, মোঃ মহাসিন বিশ্বাস কালু ও আবুল কাশেম দুলাল।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আখতার মিনা ও শুক্লা ভৌমিক মনোনয়ন পত্র জমা দেন।
এ নির্বাচনে কোন দলীয় প্রতীক না থাকায় সকল প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন।
আগামী ১৭ই এপ্রিল জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্রের তথ্য যাচাই বাছাই হবে,
২৩ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে,
আগামী ৮ ই মে নির্বাচন অনুষ্ঠিত হবে।