পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি : ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে কালিমন্দিরে অগ্নিসংযোগের ঘটনা এবং এর পরিপ্রেক্ষিতে স্থানীয় লোকজন কর্তৃক গণপিটুনিতে দুজন নিহতের ঘটনায় অদ্য ১২.৩০-১৪.৩০ ঘটিকা পর্যন্ত উপজেলার নওপাড়া ইউনিয়নের চোপেরঘাট গ্রামে নিহতের পরিবারের সংগে সাক্ষাৎ এবং ডুমাইন ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে ঘটনাস্থল পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কালী মন্দির পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী জনাব মো. ফরিদুল হক খান।এ সময় আরও উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মু. আ. হামিদ জমাদ্দার, ফরিদপুর জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা পুলিশ সুপার জনাব মোঃ মোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শামীম হক, সাধারণ সম্পাদক জনাব শাহ মো. ইশতিয়াক আরিফ, মধুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জনাব মামনুন আহমেদ অনিক, ডুমাইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব শাহ মো. তপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মো: রেজাউল হক বকু সহ আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
বক্তব্যে মন্ত্রী মহোদয় নিহতের পরিবারকে সমবেদনা জানান এবং মন্দিরে অগ্নিকাণ্ড ও পিটিয়ে দুইজনকে হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তির প্রতিশ্রুতি দেন। পাশাপাশি দুজনকে পিটিয়ে হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। মন্ত্রী মহোদয় নিহতের পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, গত ১৮/০৪/২৪ ইং তারিখে পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সর্বজনীন কালী মন্দিরে অগ্নিকাণ্ড ঘটানো সন্দেহে দুই শ্রমিককে পিটিয়ে হত্যা করে স্থানীয় লোকজন।