স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জ পৌরসভার বর্তমান সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানকল্পে সেবার মান উন্নয়ন ও পরিধি বৃদ্ধিকরণ বিষয়ে বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভার হলরুমে এই বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র মো.রমজান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বস্থ্যমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক।
প্যানেল মেয়র মো. তসলিম হৃদয় এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন।
স্থানীয় সরকার শাখার উপ পরিচালক সানজিদা জেসমীন,কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ মো.জাকির হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.শাহরিয়ার আলম, সাবেক মেয়র গাজী কামরুল হুদা সেলিম. ডায়বেটিস সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহাা প্রমূখ। এসময় পৌর সভার সকল কর্মকর্তা- কর্মচারী, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।