স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে প্রচন্ড তাপদাহ থেকে রক্ষায় মহান আল্লাহর কাছে বৃষ্টি কামনায় ইসতেস্কার নামাজ ও বিশেষ দোয়া অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের মিতরা এলাকায় আবু হুরায়রা মাদ্রাসা মাঠে এ নামাজ ও দোয়ার আয়োজন করেন আবু হুরায়রা মাদ্রাসা ও স্থানীয় এলাকাবাসী।
নামাজের ইমামতি করেন মাদ্রাসার মুহতামিম মুফতী মাহমুদ। এসময় মাদ্রাসার ছাত্র শিক্ষক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। নামাজ শেষে তারা মহান আল্লাহর কাছে দুহাত তোলে বৃস্টির কামনায় বিশেষ মোনাজাত করেন।