আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

ফরিদপুরের মধুখালীতে “সামাজিক সম্প্রীতি” কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় মধুখালী উপজেলা মাল্টিপারপাস হল রুমে মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে “সামাজিক সম্প্রীতি” কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামনুন আহমেদ আনীকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিজ সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী আব্দুর রহমান এমপি।তিনি বলেন অপরাধী যেই হোক তাদের উপযুক্ত বিচার করা হবে। এ ছাড়া অনান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুখালী সার্কেল এ.এস.পি মোঃ মিজানুর রহমান, মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুরের উপপরিচালক মোঃ শাহাবুদ্দীন আহম্মেদ, হাফেজ মোঃ আলম হোসেন, নিহতের বাবা শাহজাহান খান, সুভাষ রায়, প্রমূখ। অনুষ্ঠানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ , মসজিদের ইমাম,সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ