আজ ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং

মানিকগঞ্জের হরিরামপুরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের হরিরামপুরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হাবিনুর রহমান (২২) নামের এক যুকবের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের পশ্চিম নাওডুবি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত হাবিনুর রহমান উপজেলার বাল্লা ইউনিয়নের মাচাইন এলাকার টুলু মিয়ার ছেলে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর-এ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানান, কয়েকমাস আগে মাচাইন মাজার শরীফের ওরশে বাস্তা ও নাওডুবি এলাকার কয়েকজন যুবকের সাথে কথা কাটাকাটি হয়।পরে মাজার কমিটির লোকজন ও স্থানীয়রা তাদেরকে ডেকে বিষয়টি মিমাংসা করে দেয়। সেই ঘটনার জেরে আজ বৃহস্পতিবার দুপুরে বেশ কয়েকজন বখাটে যুবক হাবিনুর রহমানকে মারধর করে এবং এক পর্যায়ে তাকে ধারালো ছুরি দিয়ে শরীরে আঘাত করে পালিয়ে যায় । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর-এ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় হরিরাপুর থানায় মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ