আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

মানিকগঞ্জে সবজির ভ্যানে গাড়ীর চাপায় দুই সবজি ব্যাবসায়ী নিহত

আবুল বাসার আব্বাসী, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় গাড়ি চাপায় আব্দুস সালাম (৫০) এবং ছানোয়ার হোসেন (৪৫) নামে দুই সবজি ব্যাবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকার মৃত সাইজুদ্দিনের ছেলে আব্দুস সালাম এবং আব্দুস সামাদের ছেলে ছানোয়ার হোসেন। দুজনেই সবজি ব্যাবসায়ী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সালাম ও ছানোয়ার হোসেন
সকালে মানিকগঞ্জের জাগীর সবজি আড়ত থেকে সবজি কিনে তা ভ্যানে করে নিজ এলাকা কাটিগ্রাম যাচ্ছিলেন। পথিমধ্যে গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় আসলে পিছন দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি তাদের বহন করা ভ্যানটিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এসময় ভ্যানচালক ছিটকে রাস্তার পাশে পড়ে গেলেও ঘটনাস্থলেই মারা যান দুই সবজি বিক্রেতা।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ