স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) : খোলা ভোজ্যতেল (সয়াবিন) ক্রয়-বিক্রয় বন্ধের দাবিতে মানিকগঞ্জ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) বেলা এগারোটার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার আয়োজনে ঘন্টা ব্যপি এই মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধন শেষে প্রচন্ড গরমে কাজ করা শ্রমজীবি মানুষের মাঝে স্যালাইন ও খাবার পানি বিতরণ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও ক্যাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, ক্যাবের সাধারণ সম্পাদক এ, বি, এম সামছুন্নবী তুলিপ, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্পব চক্রবর্তী, আরটিভির স্টাফ রিপোর্টার জাহাঙ্গির আলম বিশ্বাস, এনপিআই এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ ফারুক হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ড্রামের তেলের মধ্য পুষ্টিকর কোন কিছুই থাকেনা। সয়াবিনের নামে ক্রেতাদের ধোঁকা দিয়ে পামওয়েল বিক্রয় করে। এই তেলের রান্না করা খাবার খেয়ে মানুষ অসুস্থ্য হয়। ভোজ্যতেলের ড্রামের গায়ে কোন কম্পানির নাম উল্লেখ না থাকায় ড্রামে ভেঁজ্যাল তেল বিক্রয় হয়ে থাকে। সে কারনের কোন কম্পানির নামে আইনগত ব্যবস্থা নিতে পারেনা প্রশাসন। সে জন্য খোলা ভোজ্যতেল ক্রয়-বিক্রয় বন্ধের দাবিতেই এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।