আজ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ ইং

আন্তর্জাতিক শ্রমিক দিবস: আশুলিয়ার পথে পথে নানান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদকঃ ‘দুনিয়ার মজদুর, এক হও’ এই স্লোগানকে সামনে রেখে ‘ মহান মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস’ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকার উপকণ্ঠ শিল্পাঞ্চল আশুলিয়ার পথে পথে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে র‍্যালি, মানববন্ধন ও সমাবেশ পালন করেছেন শ্রমিকরা।

বুধবার (১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার নবীনগর-চন্দ্র ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহা সড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে এ ধরণের মিছিল ও শোভাযাত্রা দেখা যায়।

নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল থেকে লাল পতাকা হাতে সকাল ১১টার‌ দিকে র‍্যালি বের করে বাংলাদেশ বস্ত্র পোশাক শিল্প শ্রমিক লীগ ও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্যলীগ। পরে র‌্যালিটি আশুলিয়া প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

টঙ্গী-আশুলিয়া সড়কের আশুলিয়ার জামগড়া এলাকায় লাল পতাকা হাতে র‍্যালি বের করে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন। পরে র‌্যালিটি জামগড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফ্যান্টাসি কিংডমের সামনে এসে শেষ হয়। এছাড়াও আশুলিয়া বিভিন্ন সড়কে ২০টির বেশি শ্রমিক সংগঠন মে দিবস পালন করেন।

এসব সমাবেশ থেকে নেতা-কর্মীরা সরকার ঘোষিত নতুন মজুরী বাস্তবায়ন করা, রেশনিং ব্যাবস্থা চালু করা, নারী শ্রমিকদের জন্য ৬ মাসের মাতৃত্বকালিন ছুঁটির আইন পাশ করা, নারী ও শিশুদের নিরাপত্তা শিক্ষা ব্যাবস্থা করা, শ্রম আদালতের মামলা ১৫৫ দিনের মধ্যে নিষ্পত্তি করা, শ্রমিক ছাঁটাই ও শ্রমিকদের ওপর নানা নির্যাতন বন্ধ ও তাদের অধিকার আদায়ের জোর দাবি জানান।

বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের সহ-সভাপতি লায়ন ইমাম বলেন, ‘২০১২ সালে ২৪ নভেম্বর তাজরীন গার্মেন্টে আগুনের হতাহত শ্রমিক ও তাদের পরিবাররা আজও দ্বারে দ্বারে ঘুরছে ক্ষতিপূরণের জন্য। তারা বারবার আন্দোলন করছে আর সরকার বারবার আশ্বাস দেয়ার পরও তাদের ক্ষতিপূরণ দেয়া হচ্ছে না। এই সমাবেশ থেকে আমরা তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্যলীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বলেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন। সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় পালন করা হয় এ মে দিবস। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয়। মহান মে দিবস পৃথিবীর দেশে দেশে শ্রমিক শ্রেণির আন্তর্জাতিকভাবে সংহতি ও ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার প্রকাশের দিন। মহান মে দিবস পৃথিবীর সব শ্রমজীবী মানুষের এক অমর প্রেরণার উৎস।

এ সময় বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ঠান্ডু, যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর শেখ লালন, শ্রমিকনেতা ইমন শিকদার, বাচ্চু সহ বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ