স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) : মানিকগঞ্জে কর্ণেল মালেক স্মৃতি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের উদ্বোধন হয়েছে।রোববার (৫ মে) সকালে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী এই লীগের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড় সংস্থার সাধারণ সম্পাদক বাবু সুদেব কুমার সাহা, ক্রীড়া সংস্থার ক্রিকেট সাব-কমিটির আহবায়ক গোলাম ছারোয়ার ছানু প্রমুখ।
জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত গীগের
উদ্বোধনী খেলায় বন্ধু একাদশ এবং শিবালয় ইয়ার্কাস অংশ নেয়। শিবালয় ইয়ার্কস টসে জিতে প্রথমে বোলিং করার সিন্ধান্ত নেয়। এই লীগে জেলার মোট ৬টি দল অংশ গ্রহন করবে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho